প্রতিটা প্রহর
বৃষ্টির জন্য কান্না করে,
অনেক সাধনায়-
বৃষ্টিকে আমি কাছে পেয়েছি ।
বৃষ্টি ভেজা বকুল বনে,
নীরব ভবে -
এথায় সেথায় তারে আমি খুঁজেছি ।
বকুল চাঁপার মিষ্টি মধুর,
প্রাণ মোহতে,
পেলাম যারে  নূতন করে এই বনেতে
রাখবো আমি কোন মায়াতে
কি করে যে ধরে ?
বলরে ওরে ভোরের রাতের বাঁধন হারা,
বৃষ্টি ধারা বল আমারে !
এই যে রেখা,
পথের রেখা ,
প্রাণ হরণের কষ্ট রেখা,
বৃষ্টি ঝরার জলের রেখা,
ক্ষয় হয়ে যায়
সুরের ধারায়,গোলক ধাঁধাঁয়,
কি করে হায় ,কে কারে পায় !
বৃষ্টি তুমি দাও বলে দাও,
আমায় নিয়ে যাও সেথা যাও ।
মনের ভবের বন্ধু হয়ে একটু সুধাও,
আমায় শুধু দুঃখ ঘোচাও,
স্বপ্ন হারা প্রেম যমুনায়,
শ্রাবণ ধারার নিঝুম জলে,
তোমার মোহে আমায় ভাসাও ।