লাল একটি শাড়ীর আচল
প্রায়শই এ বুকে কম্পন তোলে ।
কখনো হৃদয়ের মখমলে,
এলো মেলোচ্ছলে-
না বোঝা অনেক কথা বলে ।
ওর চোখ দু'টি যখন,
স্মৃতিতে নির্বাক ভাষা নিয়ে দোলে,
মৃদুচ্ছলে কল্লোলে
নির্মল সুরের মূর্ছনায়-
আলগোছে চিরকালের কথা বলে ।
রাতজাগা নগ্ন উঠোন,
ভোরের শিশর ভেজা শিউলি কানন,
মুখোমুখি প্রতিদিন এই বিচরণ,
আজও রৌদ্র করোটি তৃষানলে
প্রাণান্তর প্রাণহরণের কথা বলে ।
নির্বোধ যন্ত্রণার অপঘাতে
শাড়ীর আচলটি ধরে,
যেন শেষ হয়ে যাই-
অজানা কোন এক
            'অন্তহীন অতল অনলে। '