পলাতকা জীবন যুদ্ধের
রনভেরীতে দাড়িয়ে,
সব ভেদাভেদ মাড়িয়ে,
স্লোগান কণ্ঠে সময় হয়েছে আজ-
                                   রুখে দাঁড়াবার ।  
মেহনতি মানুষের হাতে হাত
প্রতিরোধ প্রতিবাদ নয় সংঘাত,
শপথ কমলে হানিয়া নিন্দার আঘাত,
ভুলে সব জাতবাদ মতবাদ,
সময় যে হয়েছে আজ-
                                  রুখে দাঁড়াবার ।
নষ্ট কষ্টের অজানা সাধন ভুলে,
ডর ভয়  মন্ত্রহীন বিপ্লবী পথে,
চেতনা দীপ্ত সাম্যবাদী অদম্য ঝলসানিতে,
নীরব ক্ষুধার তরঙ্গ ধ্বনি বাজিয়ে,
                                 এই তো সময়-
                                 রুখে দাঁড়াবার ।
শোষক শাসক দখলদার,
যতসব স্বপ্নবাজ ফ্যাসিষ্ট স্বৈরাচার,
বজ্রকন্ঠে মিছিল শ্লোগানে তোলো আওয়াজ-
'অন্তহীন বিবর্ণ সব রাত্রি আধার,
নিপাত যাক নিপাত যাক ।'                    
                                 সময় যে হয়েছে আজ
                                            রুখে দাঁড়াবার ।