ঘুম নেই চোখে,
যেন খুঁজে ফিরি কাকে !
জীবনের বাঁকে বাঁকে ।
দিন যায় দুঃখে,
হায় মরি ভেবে তাকে !
সময়ের ফাঁকে ফাঁকে
ডাকে পাখি শাঁখে,
স্বপ্নরা মরে শুধু শোকে ।
সেই কবে দেখে ছিনু তাকে,
প্রেম হারা পথিকের হৃদয়লোকে।
কত যে বলি ম্লান মুখে,
মেঘ ভরা  আকাশ হতে,
জল এনে ঝরাও-এ দহন বুকে।
বেদনা বিধুর নির্লিপ্তলোকে
স্বপ্নরা ঘুম চোখে আঁকে -
'তো বেশ আছো সুখে!'
খেলিছো যে সাথে নিয়ে যাকে!
নাই বা দিলে কথা তাহাকে
নিশিজাগা অস্পৃশ্য জোস্নালোকে ?
আজও স্বপ্নরা খুঁজে
জীবনের বাঁকে বাঁকে,
খুঁজে না পাওয়া 'শোক স্বপ্নকে '
অজানা কোন অন্তরলোকে।