চন্দ্র সূর্য হে গ্রহ তারার দল,
তোমরা কি,
এ ধরণীর বুকে-জেগে থাকা,
প্রকৃতির কান্না শুনতে পাও ?
শুনতে কি পও-
প্রজাতির সাথে প্রকৃতির !
প্রকৃতির সাথে সৃষ্টির !
সৃষ্টির সাথে কৃষ্টির !
কৃষ্টির সাথে কৃত্তির ?
শুনতে কি পাও-
ইথার হতে ভেসে আসা,
জেগে থাকা মানব আত্মার,
আর্তনাদ ও চিৎকার ?
ইতিহাস কয়,
ক্ষণে ক্ষণে যুগে যুগে
আলোর স্বপ্ন রেখায়,
বিধাতার সৃষ্টির শিক্ষায়-
জগতের সকল সত্তাকে
একান্ত শক্তির পথে,
পথ চলবার দীক্ষায় দাও ।
চন্দ্র সূর্য হে গ্রহ তারার দল,
শুনতে কি পাও !
সত্য সুন্দর অবনীর বুকে,
জেগে ওঠা প্রতিদিনের ভোর সকাল-
মিথ্যের সাথে সত্যের,
সত্যের সাথে মতাদর্শের,
মতাদর্শের সাথে আত্মবিশ্বাসের,
বিশ্বাসের সাথে অন্ধ মতবাদের-
                                  দাম্ভিক দম্ভ ?
শুনতে কি পাও
সুখ স্বর্গ ভূমির অন্তহীন কল্লোলে,
হিংস্র নরপশুদের লোলুপ উল্লাস ?
গন্ধ সুধা রক্ত মাখা,
একখণ্ড মাটির সবুজ নীলিমায়,
শহিদি আত্মার বেদনা বিধুর
                         ভয়ার্ত আর্তচিৎকার ?
ওরা আজ একাগ্র চিত্তে
কেঁদে কেঁদে কয়-
হাজারও মা বোনের ইজ্জতে
জীবন মায়ার তুচ্ছ প্রেরণাতে,
মুক্তি সংগ্রামে, গর্বিত বাঙালির স্বাধীনতা
কেন আজ তবে-
নিষ্পেষিত নিপতিত বিপন্নময় ?


রাজপথ ফুটপাথ শহর ও নগর
চা চক্রের লোকালয় আড্ডায় ;
জনতার মুখে মুখে
কেন আজও শোভা পায় ,
স্বাধিকার মূলমন্ত্রে দীক্ষিত
তেজদীপ্ত গণতন্ত্র ,
স্বৈরাচারী আধিপত্যবাদের শৃঙ্খলে
বন্দী, নিষ্পেষিত, ক্ষতবিক্ষত ?
স্বপ্নকামী জনতারা নিক্ষিপ্ত ,নির্বাসিত ?
চন্দ্র সূর্য হে গ্রহ তারার দল,
শুনতে কি পাও !
সোনায় মোড়ানো পবিত্র জমিন আঙ্গিনায়,
নরপিশাচের উল্লসিত উন্মাদ দালালিপনার-
                                নির্ভীক ভয়হীন হুঙ্কার ?
ধর্ষিতা নারীর খুন হওয়া দেহ সম্ভ্রম,
বিবস্ত্র সত্তার প্রতিবাদী বুক ফাটা কান্না ?
চন্দ্র সূর্য হে গ্রহ তারার দল,
বল দেখি বল-
কোটি কোটি মানুষের স্বপ্নের মৃত্তিকায়
যা কিছু আছে সম্বল ,
সত্য মিথ্যের গোলক ধাঁধায়
কে আসল কে নকল ?
বল দেখি বল ,
যা কিছু আজ উচ্ছৃঙ্খল ।
সবই কি দাম্ভিক ক্ষমতার -
মধ্য শিরোমণি,
ফাঁদ পেতে থাকা অনৈতিক বল ?