তুমি বেশ বদলে গেছো ।
এখন তো আর
চুপটি করে চেয়ে থাকো না ।
কথায় কথায় অঝর ধারায়
                    অশ্রু ঝরাও না ।  
ভুলেও তুমি
সোহাগ করে বাহুতে জড়াও না ।
পুষ্পবনে গোলাপ নিয়ে
                      দাড়িয়ে থাকো না ।
সত্যি ই তুমি ভুলে গেছো
যখন তখন দেখতে চাইলে
এখন আর ছুটে আসো না ।
দু'টি প্রাণের ঘর বাধার
                           স্বপ্ন দেখাও না ।
হন্যি হয়ে মিছে মিছি
                           খুঁজে বেড়াও না ।        
হাতটি ধরে
মনের কথা খুলে বল না ।
হঠাৎ কেন এমন হলো !
প্রেমের নূপুর থামিয়ে দিয়ে
                          চুপটি কেন তুমি ?
তোমায় ছাড়া এখন তবে
        থাকবো কেমন করে  আমি ।