তুমি যে দিন প্রথম এলে হঠাৎ
আমার শয্যা রাতের ঘুমন্ত প্রাসাদে,
তোমার দেহের দারুণ শোভা গন্ধে,
এ হৃদয় মেতে উঠেছিল আমোদে ।
অজস্র না বলা কথা,
জানিয়েছি তোমায় চোখের ইঙ্গিতে ।
অতঃপর তোমার গ্রীবা ছুঁয়ে,
ব্যথিত সংলাপে সাজিয়েছি এ মন,
হৃদয় ভবের সমস্ত মায়াতে ।
তখন ও ঘুম ভাঙেনি,
তুমি ও চলে যাও নি-
স্বপ্নের আঙ্গিনা ছেড়ে ।
ঠিক এমন সময় দেখি,
তোমার মেহেদীরাঙ্গা মুঠো হাতে,
একগোছা রক্তকরবী ।
কি সুন্দর তুমি !
আমার স্বপ্নঘুমের আপন জগৎ ভবেতে ।
ইচ্ছে হলো-
পিপাসিত ঠোটে দেই একটা কষে চুমি ।
এ স্বপ্নরাত যদি সত্যি মিথ্যে হয়,
পৃথিবীর সমস্ত প্রেম প্রাসাদ গুলো হবে কলঙ্কময় ।
নিয়তির কালো জালে বন্দি হয়ে-
হবো আমি নিক্ষিপ্ত,ধরণীর ওপাড়ে ।
দোহাই তোমার,
বিক্ষিপ্ত করোনা ঘুমঘোর এই স্বপ্ন অভিসার ।
দু'হাতে রক্ত করবীর মতো,ধরে রেখো যতনে ।
যেন পুরোটা জীবন,
‘তুমি কি সুন্দর' এ কথা বলে-
তোমাতে চেয়ে,
ঠোটেতে চুমু খেতে পারি  শত শত ।