বিষণ্ণ এক বিকেল,
হঠাৎ কি কারণে যে
সঙ্গী হলো আমার ?
অনেকটা সময় ,
যায় কেটে যায়,হাত ধরে-
জানি না সে কি নিরাকার ?
হয়তো এমনি করে,
জীবনের অনেক টা বছর
যায় ফুরিয়ে যায়,
নীরব সরলতায় !
কি আছে লুকোবার ?
কাঁদে গোপন যন্ত্রণা,
অপরূপ মৌন ভালোবাসা,
আবেগী স্বপ্ন আঁকা-
ভাষাহীন অবুঝ ভেলায় ।
কত না অনুপম বুভুক্ষু আড্ডায়,
চুপ চাপ দুষ্টুমিতে
অতৃপ্ত কণ্ঠে দৃপ্ত ভঙ্গিমায়-
এ বুঝি ঠিকানা খুঁজে পায় ?
অজানা কুৎসিত কামুক ইশারায়,
বে হিসেবী ক্ষমতায়,
অসীম তামাশায় মিথ্যে রঙ্গ ছড়ায় ।
বিষণ্ণ ক্ষণিকের এই বিকেল,
আধার মুখো আলপনায়
অভিমান খানি  অবাধ্য বাসনায়,
কেবলই যে,পাপ কাহিনী রচে যায়!
যত ই গড়ে যাক ছায়া ইতিহাস,
হতে হবে পার,
তার ই হাত ধরে রেখে হাত-
চির সত্যে আছে যার বিশ্বাস ।
যত যা ই জানি,মানি আর না মানি,
ভুবন ভূষণে বসে বসে দিন গুনি ।
বিনোদন সব নির্বাক কিচ্ছার বাণী-
ক্ষণিকেই নিভে হবে যে তার বিচার,
অম্লান তব মাটির মানুষ খানি ।
কারো তো সাধ্য নেই,
দৃপ্ত সাধনায় সেই প্রচ্ছদপট উল্টাবার ।