দূরের আকাশেও কান পেতে
শুনতে চেয়েছিলাম  যে কথা;
বলে না সে কথা!


বিশাল সমুদ্রে ডুব দিয়েও কান পেতে ছিলাম;
নিঃশব্দ একা! শোনায় নি, যা শুনতে চেয়েছিলাম!


দূরের ঐযে পাহাড়!
গিয়েছিলাম; বলল আমার ঝরনা আছে!
আমার সমস্ত কথা শুধুই তার জন্য,
তুমি  যাও অন্য কোথাও !


ঝরনার কাছে গিয়ে দাড়ালাম!
দেখো আমার বৃষ্টি আছে পাহাড় আছে
নদী আছে!
আমার অনেক কথা শুধুই তাদের জন্য,
তুমি বরং আমার নিচে এসে দাড়াও,
ভিজিয়ে দেবো, তোমার সমস্ত ক্লান্তি ধুয়ে যাও!
যে কথা শুনতে চাও সে কথা আমার জানা নেই ;
তুমি বরং মাটির  কাছে যাও!


যে যার মত ব্যস্ত!
আমি যে কথা শুনবো বলে ঘুরে ফিরি,
কেউ বলেনা!
কেউ বলে না - এসো তোমার দুঃখ গুলো শুনি!


শুধু মাটি  বলেছিল
আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি।
আমিও এখন মাটির অপেক্ষায়!