এই যে আমি খড়কুটো হয়ে  বাচি!
তবু  বাচিতো!
কখনো কারো ঘরের চালে যদি লাগি!
তবুও লাগিতো!


তোদের সাথে থাকনা শত জন্মের দূর!
তাতে আমার কিইবা আসে যায়?
বাবুই পাখি সেওতো বাসা বাধে!
হোক না ঝড় কিংবা ভাংবার ভয়!


পরগাছা যদি তুই
সেতো  পরগাছাই
কি করে জানবি ওরে
আপন ঘরে বাচাই!


যে অমরাবতী স্রোত
প্রানে বাজে রে
তার সাথে কি
কোন কুহক সাজে  রে!