আজ আমার ঢাকা আবার সেই লাল রঙ ধারণ করেছে ।
আজ ৮ই ফাল্গুন ---
ফাগুণের লাল রঙ কি অদ্ভুত ভাবেই
আমাদের অজান্তে আমাদের   চেতনার রঙ হয়ে গেছে  ।
শিমূল পলাশ কিংবা কৃষ্ণচূড়া  
সালাম রফিক কিংবা জব্বার
মনে হয় একি সারিতে দাড়িয়ে  আছে  
এক হয়ে আজন্মকাল ধরে এই বাংলায় ।
ওরা কি ওদের মানব জন্মের আগেই
ফুলের নামে এদেশে জন্ম নিয়েছিল? ।
------------------
আজ মহান শহীদ দিবস ---
সেদিন এই দিনে
সব লাল রঙ মিছিলে নেমেছিল সাদা কাফন গায়ে
মনেরও  রঙ ছিল সাদা -শিশুর উচ্ছলতায়
কোন  কালিমা মাখা মুখ - বুক ছিলনা সেদিন
সহজ ছিল দৃপ্ত প্রতিটি পদক্ষেপ --
সেদিনও এরকমই পলাশ কৃষ্ণচূড়া শিমূল ফুটেছিল
চারিদিকে লাল লাল আর লাল ছড়িয়ে
আগুন হয়ে জ্বলছিল ।


হঠাত প্রচণ্ড আর্তনাদে উড়ে যায় পাখি
আপন ঠিকানা ছেড়ে
উপরে উপরে অনেক উপরে আরো উপরে
দেখে সে লাল রঙ
দেখে সে লাল আগুন ছড়িয়ে গেছে সবখানে
রঙ ধনুর সব রঙ সেদিন লাল হয়ে
উঠেছিল সমস্ত  আকাশ জুড়ে
আর চিৎকার করে বলছিল --
"রাষ্ট্র ভাষা বংলা চাই"  ।