সোনা মনি হীরের খনি
সোনার কলম দিয়ে
রুপোর খাতায় লিখবে নাম
তারার আবির দিয়ে ।।
কি নাম তোমার জাদু মনি
কি নামে মা  ডাকে
ফুলের নামে নাম কি তোমার ?
গাছের শাঁখে থাকে ।
জুঁই চামেলি গাঁদা বেলি
বাড়ির আঙিনায় ,  
কদম ফুল আর বিলের শাপলা ( দেখে)
চোখ  জুড়িয়ে যায় ।
পাখির নামে নাম রেখেছ ?
জলদি বলনা ভাই  
ময়না টিয়া শ্যামা  ফিঙে
কত যে নাম আছে
কারুশিল্পী বাবুই পাখি
বুনন শিখবো তারই  কাছে ।
বৃষ্টি মেঘ আর রোদের  খেলায়
ছয়টি ঋতুর দেশে
যে নামেই ডাকি না তোমায়
মরব এদেশ ভালবেসে ।।