মাঝে মাঝেই মনে হয় সবাই যেন ধর্মকাটা হাতে নিয়ে বসে আছে।
আবার এই ধর্মকাটা উপরের দিকে কাজ করেনা সর্বত্র ই নিচের দিকে।
আর সুবিধা বাদিরা সুজোগ বুঝে যখন যেখানে পারে।
সবাই রক্তাক্ত হয়।
উপরে যিনি বসা থাকেন তিনি শুরু করেন নিচের দিকে
যদিও পদার্থ বিদ্দ্যার সুত্র অনুযায়ি তাদের কোন মৌলিক পার্থক্য
চোখে পরে না
তবুও চেয়ার তাকে পালটে দেয় অদ্ভুদ ভাবে।
সে নিজেও হয়তো এভাবে চায়না কিন্তু হয়ে যায় সব।
যেন নাহলে সে নিজেই থাকে না।
আর উনি যখন  শুরু করলেন ব্যস শুরু  হয়ে গেল।
নিচের থেকে নিচে তার থেকে নিচে আরও নিচে…
সব যেন জঞ্জাল হয়ে জন্মনিয়ে জঞ্জাল হয়ে অপেক্ষা করা।
জঞ্জালের জন্য কি ধর্মকাটা লাগে?  
আর ওই কাটা মাঝে মাঝে এভাবেও কাজ করে -
“সব ঠীক আছে, কিন্তু বরজ্য নিস্কানের জায়গায়
………!.......আছে কিংবা নাই কেন?!  “


( শালা মদ খাব এক সাথে তুমি মাতাল হবে, কেবল আমি হলেই দোশ।)