চেয়ে দেখ -
ছেয়ে গেছে আবার সবুজে চারিদিক
তোর কাল রক্তাক্ত হাত  লুকোবি  কোথায়?
স্বর্ণালি আলোয় ভরা সকালের মত মুখ
বর্ণ মালার নতুন শব্দের মত “ তনু কঠিন “ হয়ে
প্রতিবাদে প্রতিবাদে ছেয়ে গেছে রাজপথ ।
তোর অপমানিত ন্যুজ বিশ্রী অন্তমুখ লুকোবি কোথায়?
কান পেতে শোন –
পাহাড়ি নদীর বর্ষার  প্রথম ঢল  
ভীষণ গর্জনে “ তনু কঠিন” হয়ে  
“হোক না সে পাথর কিংবা বৃক্ষ “
যদি হয় আবর্জনা, ভাসিয়ে নিয়ে যাবে সব ।
আসবে বাধা আসুক
আসবে ব্যাথা  আসুক
আসবে মৃত্যু আসুক
তবু রক্তে রাঙা উজ্জ্বল শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে
“তনু কঠিন “ প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে ।।