ওই তো- ঐযে, সোনার থালা পূব আকাশে উঠি উঠি করছে ,
কি অপরূপ স্নিগ্ধ বাতাস বইছে অফুরন্ত -চারিদিকটায়  এক
সোনালি আভা ছড়িয়ে ছিটিয়ে আছে , গাছের ছায়ার সঙ্গে মাটির  বিছানায় বন্ধুর মত গলাগলি করে শুয়ে আছে ।
এমনি প্রতিটি সকাল আমাদের প্রতীক্ষায় থাকে
- আশীর্বাদ করবে বলে ।
তার সহজ সরলতা আর  স্নিগ্ধ পবিত্রায়  
আমাদের মনের সকল গরলকে দূরে সরিয়ে দিয়ে
ঘাসের উপর জমে ওঠা শিশিরের এক অপার্থিব
স্বচ্ছতায় ভরিয়ে দেবে বলে ।
বুক ভরা শ্বাস উচ্ছলতা ছড়িয়ে দেবে শিরায় শিরায় ,
বলবে -দেখ দেখ সরলতা কত সহজ , জীবন কত সহজ !
মুখ তোল- তাকাও নীল অসীম ওই আকাশের দিকে
তার উদারতায় ভরে নাও বুক-মন
চোখের দৃষ্টি যতদূর , তারও ওপাড়ে ছুড়ে ফেল যত অন্তঃজাল ,
ভালবাসার বাগানে ফুটে উঠুক শত ফুল
জাত অজাত যত সম আদরে ।
পাখীরা গেয়ে উঠুক গান -আপন ঢঙে আপন সুরে
যেমন ইচ্ছে উড়ে বেড়াক -ইচ্ছে ডানায় ভরকরে ।
তুমি শুধু ছড়িয়ে দাও তোমার ভালোবাসা অকাতরে , নিঃশেষে
- শূন্য হবার মত মহাসুখ ধরবে বলে !