ঐ যে একটু আলো
      ওর পিছনেই  ভাল ।
আলো ? ঠিক বুঝেছিস !  
ঠিক বুঝেছি , পথ দেখেছি ।
পথ পেয়েছি ! কিন্তু একি ?
এত ভীষণ বিপদ !
কোথায় বিপদ ? পথে কাঁটা  ?
না , ফুলের বন ,গন্ধ ভারি । ফুলের গন্ধ ?
হ্যাঁ গো , ফুলের গন্ধ ।
তবে,  বিপদ কেন ?
মাতাল যে ! হোক না মাতাল ?
ফুলের গন্ধ সে  হোক না মাতাল ।
কি এমন ক্ষতি ?
সইবে না যে ! কেন সইবে না ?
কোমল যে তুই , ডুবে যাবি ।
ডুবব আমি , তোর তাতে কি ?
বন্ধু আমি , তুই যে আমার সব কিছু !
আমার ভুবন,  তুই ছাড়া আর কি আছে ?
তাই বুঝি ? কিন্তু ফুলের গন্ধ ?
আমায় ওরা ডাকছে যে !
আয় না ভাই ,এক সাথে যাই !
গন্ধ যে চাই ।
গন্ধ চাইত ? ফুলের বনে নয় ।
চল মানুষের বনে  যাই ।
ফুল হাজার হাজার ! নানা রূপ রস গন্ধ ।
বিলিয়ে দে  তোর যা আছে , আর প্রান ভরে নে ।
তোর বুকটাও হয়ে উঠুক সুরুভিত উদ্দ্যান ,
খেলা করুক ভ্রমর আর প্রজাপতি যত ।