মানুষের মনের মতণ;
এখন তোমার আকাশটাও ছোট
হয়ে আসছে দিনে দিনে, পৃথিবী!
কঞ্জুষ মন এখন
নিজের উঠোনেই আছাড়ি মরে।


আগে ঘর থেকে বেড় হয়ে মানুষ মাঠে যেত
দিগন্তের দিকে তাকিয়ে থাকতো
বুক ভরা শ্বাস আর বিশালতা নিয়ে বাড়ি ফিরতো।


তখন মানুষ নদীর কাছে যেত
নদীর ওপারে না দেখা কোন দূর গ্রাম ,  
আর সেই দূর গ্রামের কোন কিশোরী বালিকার
শষ্য ক্ষেতের আলে,পোষ্যজন্তুর শাবকের সাথে
কানামাছি খেলার ছুটোছুটি - ছবি আঁক তো !
বলতো- নদী কইয়ো তারে
          - যদি দেখো তারে
  - কইয়ো,  ভালবাসি তারে।
নদী বলতো –কেমনে চিনিব তারে ?
   এই বুক ছুয়ে যাও, চিনিবে তাহারে ।


সব নদী সব মাঠ এখন কত ছোট হয়ে গেছে ।
এখন সবাই ,  সাগরের নোনা জলে পা ধুইয়ে বিশালতা মাপে ।


এখন মানুষ  পাহাড় হতে চায়
এখন মানুষ পাহাড়ের চূড়ায় উঠে জানিয়ে দিতে চায়
দেখো দেখো পৃথিবী , আমি কত বড় !


দিনে দিনে পৃথিবী তুমি কেমন ছোট হয়ে যাচ্ছো
ছোট যাচ্ছে তোমার পাহাড় নদী মাঠ আর আকাশ ।
ছোট হয়ে যাচ্ছে তোমার মানুষ ।
ছোট হয় যাচ্ছে ভালবাসার উদার জায়গা-জমিন !