।।১।।
আমি আদম
তুমি হাওয়া মম
তুমি কাহিনী
আমি পর্দা সম ।

।।২।।
তুমি আলো
আমি অসীম অন্ধকার
আমি ছোট্ট ডিঙি
তুমি অনন্ত পারাবার ।

।।৩।।
আমি আঁধারের যাত্রী
তুমি নক্ষত্রের আলো
তুমি জ্যোৎস্নায় পরিপূর্ণ
আমি অমাবস্যার কালো ।

।।৪।।
তুমি পূর্ণতা
আমি নিঃসীম শুন্য
আমি এতিম কাঙাল
তুমি ভালোবাসা পেয়ে ধন্য ।

।।৫।।
আমি পথহীন পথিক
তুমি ধ্রুবতারা
তুমি কূল গড়ার কারিগর
আমি সব কূল হারা ।

।।৬।।
তুমি গভীর সমুদ্রে বাতিঘর
আমি অন্ধ ভিখারী
আমি জ্যোৎস্নাভূক শিকারী
তুমি জীবন পারাপার তরী ।