মনেপড়ে, একদিন এমন সু-সময় ছিলো এই জীবনের
যখন তোমার ইচ্ছে-ঘোড়ায় আমার সব ইচ্ছে,
আমার সব সপ্নের সারথী সুখী ছিলো খুউব ;
ভীষন আলোকিত সেইসব পথ আর দিন-রাত্রিগুলি
এখনও অমলিন জীবন চরাচরের লাল-সবুজ প্রান্তরে,
আর এই শেষ-মধ্য বয়সের হিসাব খাতায় -
স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন এবং চারিপাশে প্রয়োজনীয় আসবাবের ছড়াছড়ি,
অসুখী আছি বললে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে হয়
এবং এই ভালো থাকা পুর্নতা পায় তুমিও সুখী আছো জেনে ;
অনুমিতা, তবু ভুলে কি যাওয়া যায় ! -
প্রথম প্রেমের সেই চিরসবুজ লাল গালিচায়
তোমার-আমার ইচ্ছা আর স্বপ্নের মিলনের মধুচন্দ্রিমা ;
ভুলে কি যেতে পেরেছো তুমিও –
জ্যোৎস্না-স্নাত সেইসব অন্ধকার বিদীর্ন করা বাতিঘরগুলো !?  
যে প্রেমানলে পুড়ে পুড়ে খাঁটি হয়েছে তোমার-আমার অন্তর বহুকাল আগেই
তারই শপথ নিয়ে বলতে চাই –
প্রথম প্রেমের সেইসব সপ্নময় মৃত্যুহীন ইচ্ছেগুলোর ভুল ব্যাখা
অথবা ভুলে যাওয়ার মত অপবিত্রতা আমি স্বপ্নেও ভাবতে পারিনা ।