তোমার বিশ্বাসে অবগাহন, সখী ;
এ যেন বিচরণের মতো শান্ত প্রহর,
যেন এমন সুখ----
মানুষ একজীবনে শুধু সপ্নেই খুঁজে ;
এই প্রান্তর এমন নিরহংকার প্রাপ্তি
আর এতো সহজ----
যেন সাত জনমের সাধনা ;
মানুষের যতো চাওয়াগুলো-----
কতো সহজ আর অধিকার দাবী !
একটা পাহাড় কিনে ধনী হওয়ার মতো----
জমিদারী দাবী করা বংশের প্রস্তাব,
এ এমন ফিরে যাওয়া----
যেন এর চেয়ে পূর্ণতা এই পৃথিবীতে আর হয়না ;
আর ফিরে আসাগুলো----
দুঃশ্চিন্তাহীন শহুরে জীবনের সপ্নের মতো,
প্রতিশ্রুতির এতো ভিসাহীন চলাচল বুকের অঞ্চল জুড়ে
যেন স্পর্শহীন উপমার ফুলভর্তি ঝুড়ি ;
দীপান্তরের অবহেলাগুলোকে গ্রাস করে যে কাছে আসা
যেন এই জনমের চাওয়া নয় এইসবকিছু,
যেন পেয়ে গেছি জীবনের সবুজ মাঠের সার-সংক্ষেপ্গুলোর দেখা ;
এ এমন বন্ধন ; সখী । এমন বন্ধুতা ।।