যে অনুভবের আলো তোমার দু’চোখ জুড়ে
যে অন্ধকার বিদীর্ন করা ছায়াপথ
স্বর্গস্বপ্নের যে কম্পাস দৃষ্টি -
তোমার দু’চোখে দেখেছি আমি ;
তাই সঞ্চয়।।
তাই বুকে নিয়ে ব্যাথার পাহাড়
তাই আমার জীবন জুড়ে দুঃখের এতো বার্তাগুলো
তাই তোমার দেয়া সাগর বেদনা
অনুরাগের আবেদন নিয়ে আলো ছড়ায়;
এই বেঁচে থাকা।।
ভালো আছি এভাবেই আমি
বেশ ভালো আছি, দুঃখ-সুখের এই জীবন
এভাবেই ভালো আছি আমি
স্বর্নমহলের মোমবাতি হয়ে,
এভাবেই ভালো আছি আমি
তোমাকে পেয়েও হারানোর বেদনার সুখ নিয়ে,
এভাবেই ভালো আছি আমি
তোমাকে বেদনায় পেয়ে; জীবনানন্দের আকাশনীলা তুমি।
প্রিয় সখী, তুমিই বনলতা সেন অথবা নার্গিস এই জনমে।।