এই পৃথিবীর সব আলো যে
তোমাতে পাই সখী,
চরাচরে আর কিছু নয়
শুধুই তোমায় দেখি ;
তুমি সখী এই হৃদয়ে
বাঁধলে এমন ঘর,
তোমার জন্য তুমি আপন
আপন হলো’(যারা) পর ;
যখন সখী একলা ছিলে (আমিও ছিলাম)
ছিলে না কি ভালো ?
কেন যে হায় ভিখেরিকে
দিলে এমন আলো ;
সেই আলোতে যেমন জ্বলি
তেমনি সুখে পুড়ি,
কেন যে সখী এই মনেতে
উড়ালে আলোর ঘুড়ি ;
তোমার আলোয় এই পতঙ্গঁ
যায় যে ভেসে যায়,
এ কোন আলো সখী তোমার
এ কোন আলো হায় !