তাৎপর্য খুঁজে ফেরা জীবন বৃক্ষ
গূঢ় অর্থ বের হয়ে আসে কি তবু
এমন দূরত্বের অহংকার
অথবা - সুখের সুনিবিড় ছায়াগুলো যেমন
এক জীবনে মানুষ !
যেমন উঠে আসে তেঁতুল পাতার গল্প
অস্তিত্বের আড়ালে - অজান্তে, নিরব অক্ষরে
যেন স্বাক্ষর করে গেছে চরাচরময় সব শ্বেত কনিকাগুলো
যেন সখীর হাতে পতাকা তুলে দিয়ে
দুঃখ বিসর্জনের মতো সুখ - অথবা -  
ছুঁয়ে যায় অমৃত-বানীতে -  
যে ফিরে যাওয়াগুলো  -  প্রাপ্তির অহংকারে
তবু এ কেমন খেলা - !  
কেন এতো শূন্যতা  -  ?
অথবা পূর্ণ অবয়ব, নিরিবিলি হাতছানি
ভালোবাসার ছোঁয়া থাকলে -  
যে ঘাসফুল হিরার চেয়েও দামী
বুকের জমিনে ব্যর্থ খুঁড়া-খুঁড়ি থামে কি তবু -  ?
তাৎপর্য খুঁজে ফেরা জীবন বৃক্ষ।