চাইলেই কি ভুলে থাকা যায় অথবা ভুলে যাওয়া যায়
জীবনের কিছু কঠিন সময়ের গোপনতম অভিলাষ সব
বারবার ফিরে আসতে চাওয়া দুঃখ বিলাসগুলো ;
চাইলেই কি বেঁচে থাকার অর্থগুলো খুঁজে পাওয়া সম্ভব
যেভাবে সবুজ ছায়াপথগুলো লাল হতে থাকে একে-একে,
শূন্যতার মাঝে যে পূর্ণতার বিশ্বাস থাকে নিজ চোখে না দেখলে
সত্যই বিশ্বাস করবে না কেউ ;
চাইলেই কি আর ফিরে পেতে পারি সেই সোনালী অতীত
তোমার-আমার জীবনানন্দময় জীবন কাহিনীমালা,
একসাথে কতো হেলেনচাফুলের ডালা, তারা ঝিলমিল
অবিরাম বিস্তৃতিময় শুধু ভালোবাসা আর ভালোবাসা ;
চাইলেই কি মুছে ফেলা যায় জীবনের ধূসর পান্ডুলিপির চিহ্নগুলো
পিতামহের রক্তঋণ যেভাবে অস্বীকার করে লাভ হয়না কোন,
সম্পর্কের গভীরতা যে বোঝে সেইতো পীর-মুর্শিদ-মুক্তির দূতাবাস ;
চাইলেই কি তোমাকে ছুঁতে পাব ভালোবাসা দিয়ে যখন-তখন
তোমার পবিত্রতা স্পর্শ করলে আমি শিশু হয়ে যাই খুউব
তখন আমি খুব বেশী এতিম-কাঙ্গাল-ভিখারী ॥