সময় বদলাচ্ছে, হয়ত বদলে যাচ্ছি আমরাও
অবাক পৃথিবী বন্দি আজ হাতে ধরা স্ক্রিনে
বইগুলো ধুলোমাখা, মুখগুলো ঝাপসা।
কালের দুর্নিবার গতির সাথে
তাল মেলানোর খেলায় ব্যস্ত সবাই।


মহামারী পরবর্তী পৃথিবী,
জনজীবন ফিরছে  ক্রমশ তার নিজস্ব গতিতে ।
কোথাও ফ্যাসিবাদের পতন
কোথাও বা কৃষকের নবজাগরণ
জানান দিচ্ছে নতুন যুগের আগমন ।


ছোটবেলাই হয়ত ভালো ছিল,
খেলার সরঞ্জাম কিছু বা কম ছিল
খেলার সাথী ছিল দেদার,
আজ  সরঞ্জামের অভাব নেই
খেলার সাথীরা শুধু নিখোঁজ।


বিট কয়েনের আচমকা উত্থান
মুহূর্তে বদলে দিচ্ছে জীবন,
সিলিকন ভ্যালীতে রাতভোর পার্টি।
আর্টেমিস অভিযানে তৈরি হচ্ছে মানুষ
নতুন করে দেবে মহাকাশে পাড়ি ,
সালটা ২০২১, কুয়োতে জল খেতে গিয়ে
আজো মারা যাচ্ছে দলিত;
হয়ত আমরা বদলাচ্ছি না।


প্রত্যেকে লড়ছে তার নিজের লড়াই;
কত চেনামুখ আজ অতীত,
হাতের কাছেই তিন-চারটে ফোন,  
শুধু একটা ফোন করা হয়নি ।
কতদিন আকাশ দেখা হয়নি।