কলকাতায় রাত নামছে এগারোটা বাজে
সঞ্জনা ব্যাস্ত এখন খাতা দেখার কাজে
বাচ্ছাগুলো কি যে লেখে পড়ে আর হাসে
ওদের নিয়েই কাটছে জীবন আনন্দে উচ্ছাসে
মাঝে মাঝে ফোনটা দেখে নাহ আজকে থাক
ও নিশ্চয়ই ব্যাস্ত এখন খেতে যাওয়া যাক
অর্ণব ফিরছে অফিস থেকে জায়গা বাঙ্গালোর
উইন্ডস্ক্রীনে তুমুল বৃষ্টি রেডিওয় কিশোর
ফোনটা ওর সুইচড অফ নেই আর পিছুটান
ঝমঝমাঝম বৃষ্টিতে বারছে আভিমান .....
মুম্বাইতেও বৃষ্টি এল রিয়ার মনটা খুশি
ল্যাপটপেতে স্কাইপ খোলা কোলের ওপর লুসি
প্রমোশানের খবর আছে উফ দারুন ব্যাপার
ভাবছে ওকে বিয়ের কথাটা বলেই ফেলবে এবার
চেন্নাইতে বারোটা বাজে রাস্তাঘাট ফাঁকা
চাকরিটা আজ ছেড়ে দিয়েছে ,দীপ রাস্তায় একা
কি করে যে বলবে ওকে একটু সময় চায়
ওর যে নিজেরও স্বপ্ন আছে ভুলেই গেছিলো প্রায়
চারটে শহর চারজন জেগে অদ্ভুত এক ব্যাঞ্জনা
ফোন বাজছে তাকালো দীপ
ফোন করেছে সঞ্জনা ...