অলস শীতেতে ঝিকিমিকি রোদে
গাছের পাতায় পাতায় যখন পাতাঝরার গান,
শহরের মাঠে ময়দানে সিনেমা হলে রেস্তোরাঁয় উঁকি দেয় আবছায়া ভালোবাসা
...শহরটার একটা জীবন আছে ।


সময় বদলায়, বদলায় চেনা মুখগুলো
ছেলেটা আর মেয়েটার গল্প তাও রয়ে যায় একই।


ধূলোপরা কিছু বই, জংধরা গিটার,
স্মৃতিতে মোরা একটা শহর,
এই দশটা পাঁচটার কঠিন জীবনে হয়তো এগুলোই থেকে যাবে অপরাজিত ।


এবছর তুমি চলে গেলে,
বাংলা ও বাঙালি তবু বাঁচবে তোমাকে নিয়েই
তুমি ই যে শিখিয়ে গিয়েছ ,
বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ, হি ওয়ান্টস টু লিভ।