আমাকে কি
একটা গল্প শোনাবে..?
বিদগ্ধ হৃদয়,
চাপা ক্ষোভ আর
হতাশায় নিমজ্জিত মনকে
একটু প্রশান্তি দিতে..!
হাজারো নদী বয়ে চলে
সাগরের মোহনায় ;
দিন যায়,রাত আসে
পৃথিবী হাঁটতে থাকে,
পাহাড়,পর্বত
ঠিক দাঁড়িয়ে আছে
যার যার নির্দ্দিষ্ট জায়গায়।
প্রতিদিন পাখি ডাকে
রাত শেষে ভোর হয়,
ফুল ফোটে
কৃষক মাঠে যায় নিয়মমাফিক
ফসল ফলাতে,
ঋতুও বদল হয় স্বাভাবিক নিয়মে
সবকিছু ঠিকমতো চলছে
বয়স বাড়ছে মানুষের
বয়স বাড়ছে পৃথিবীর,
সময়ের স্রোতে।
কিনতু আমি শুধূ বসে আছি
একটি প্রত্যাশার গল্প শুনবো বলে।
যেই গল্প আবারো জাগাবে
প্রাণের স্পন্দন,
বাক্সবন্দি সময়গুলো আবার
সরব হয়ে উঠবে,
বর্ণিল হয়ে উঠবে
বিবর্ণ স্বপ্নগুলো
জেগে উঠবে আবার
মনের দেয়ালে।
------------
......নিবাস বড়ুয়া
      ১২/০২/২০১৭ ইং।