আমার শহরে
রোজকার মতো
দিন শেষে রাত আসে
আছে সব কর্মচাঞ্চল্য-কোলাহল
শহরটা ভীষণ ব্যস্ততায় কাটে ;
পাশে বয়ে চলা নদীটির
জলযানগুলোও নোঙ্গর ফেলে তীরে
মনে হয় তা যেন বিঁধে
শহরের কষ্টে থাকা
মানুষগুলোর হৃদয় তটে।
এসব কষ্টে থাকা মানুষের মুখগুলো
কেমন জানি ফ্যাকাশে হয়ে থাকে,
চোখগুলো খুঁজে ফেরে
একটু নির্মল বাতাস আর
ঝিলমিল আলো
যাদেরকে নিয়ে খুব ভাবায় আমাকে।
তাদের বুঝি কি একটুও নেই সুখের আশ!
যেখানে আমরা কিছু মানুষ
চকচকে হয়ে বহাল তবিয়তে
চষে বেড়াচ্ছি অহর্নিশ
এই বৈচিত্র্যময় শহরের চারপাশ।
আমরা কি পারি না
সুখের কিছুটা হলেও
তাদেরকে দিতে ভাগ...?
---------★-------
........নিবাস বড়ুয়া
        ১৪/০২/২০১৭ ইং।