কবিতায় আর কত খুজবো তোকে..?
ডায়েরির পাতায় যে আর
ইঞ্চি পরিমাণ পরিসরও নেই
তোকে নিয়ে লিখবার ;
বাংলা বর্ণমালার প্রতিটি হরফে
সাজানো শব্দমালায় গাঁথা
কাব্যিক ছন্দে
তোকে খুঁজতে খুঁজতে
আমার লিখনি যে
এগোতে চায় না আর।
শুধূই কি তোকে খোঁজার জন্য
পৃথিবীর বুকে জন্ম আমার...!
তোর যদি নিজেকে আড়াল করে
রাখার এতই বাসনা ছিল
তবে কেন সেদিন
এক গুচ্ছ ফুল হাতে
বরন করে নিতে এসেছিলি
আর কথা দিয়েছিলি
সারাটি জীবন
আমার পাশে থাকবি বলে।
আর কতোদিন তোকে
লালন করবো আমি
আমার সুকোমল হৃদয়ের প্রকোষ্ঠে,
ভাবনার আকাশে কতোদিন আর
উড়াবো ইচ্ছে ঘুড়ি লাটাইবিহীন...!
আকাশ থেকে কেউ কি বলে দেবে
মেঘের আড়াল থেকে
তুই হঠাৎ করে
নেমে আসবি চু্পিসারে একদিন ;
আর কানে কানে বলে যাবি
তুই এখনো আছিস
থাকবি চিরদিন।
.......নিবাস বড়ুয়া
       ২৩/০৪/২০১৬ ইং।