যেই পথ দিয়ে চলি আমি
সে-ই আমার সাথী
তাতেই আমি হারিয়ে যাই ;
তাতেই আবার ফিরে আসি
দিন-রাত্রি।


আমি যেদিন হারিয়ে যাবো
পথের ঘাসে দেখবে তখন
আমার পায়ের অনেক ছাপ;
তখন তুমি বুঝে নিও
আমি আছি তোমার সাথে
চুপচাপ।


পথের ধারে
নানা রঙের ঘাসফুলেরা
বলবে কথা তোমার সাথে ;
আমার কথা পড়বে মনে
শুনবে তখন আমার কথা
ভাসবে শুধূ আমার স্মৃতি
তোমার দুটো আঁখিপাতে।


দুদিনেরই দুনিয়াতে এমনিভাবে
যাবে সবাই মাটির সাথে
থেকে যাবে স্মৃতির পাহাড় ;
তারই মাঝে বেঁচে থাকে
বুকে নিয়ে হাহাকার।
----------------


.......নিবাস বড়ুয়া
       ২৮/০২/২০১৭ ইং।