তোমাকে
কিছু একটা দেবো দেবো বলে
ভাবছি,
কিনতু দেয়া হলো না আর
তুমি আসোনি তাই।
সেদিন একটি গোলাপ কিনেছিলাম
তোমার খোঁপায় গুজে দেবো বলে,
কিনতু তাও এখন শুকিয়ে গেছে।
তবুও আমি সাঁঝ বেলায়
বিষন্ন মন নিয়ে পথ পানে চেয়ে থাকি
তোমার আগমনী প্রতীক্ষায়।
তোমার কাজল মাখা আঁখিদুটি
মন ভরে দেখবো বলে
অধরে অধর মেলাবো
আলতোভাবে ;
আমার সারা দেহ মন তখন
তোমারই মাঝে মিশে যাবে।
কিনতু দেখতে দেখতে কখন
দিনের আলো
রাত্রির আঁধারকে আলিঙ্গন করে,
হৃদয়ের বিবর্ণ স্বপ্নগুলো
দুমড়ে মুষড়ে পড়ে
তবুও দেখা নেই তোমার ;
যদিও আমি ভালো আছি
মনে করো তোমাকে ছাড়া,
আসলে ভালো নেই
আমার চারিদিকে শুধূ
অমানিশার ঘোর অন্ধকার
চারিদিকে আতংকের অসংখ্য থাবা,
তারপরও আমি বেঁচে আছি
বেঁচে থাকবো,
মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবো নিজেকে
হৃদয়ের ক্ষতগুলোকে
চিরতরে মুছে দিতে।
---------------
......নিবাস বড়ুয়া
      ২৭/০১/২০১৭ ইং।