কিছু সামান্য ফাইল বন্দি কথকতা ছুঁড়ে দিলাম
মাঝ গঙ্গায় ; ঠিকানার সন্ধানে...
যেখানে নেই কোনো প্রেম , নেই বসন্তের ছোঁয়া ।
ঝরনার জলে স্নান সেরে ওরা ক্লান্ত
তবুও যে পদ্মের পাতায় হল ফুলশয্যা !
পাপিনীর ছেঁড়া আঁচল বড্ড কোমল ,
অথচ বারংবার বিবেকের নৃশংস দংশন ।
মাতৃ জঠরে বেড়ে ওঠা কুঁড়িটির কি এতটাই দোষ ?
ঘিরে আছে প্রশ্নের মধ্যে উত্তর আর উত্তরের মধ্যে প্রশ্ন... !!