তাৎক্ষণিক ব্যাকুলতায় বেহিসেবি চাওয়া পাওয়া
অসহ্যকর যৌন চাহিদা নাকি পরিপূর্ণ ভালোবাসা ।
দৃশ্যধারী উচ্চাভিলাসি সমাজ সুদূরপ্রসারী আজ
ভাবলেও কাঁটা দেয় , এরা সমঝদার মান-হুস ও বটে !


দিকে দিকে নগ্নতা , এটাই আমাদের সভ্যতা ?
‘দেহ’ নিছক প্রেমের ফুল-বেলপাতা ,
আড়ষ্ট আজ বলিষ্ঠ মেরুদণ্ড , বাড়ছে শুধুই হৃদকম্প ,
ইভটিজার ইভটিজিং-এ মদত হারিয়ে যাচ্ছে শপথ ।


ভালোবাসার আর এক সত্ত্ব ‘ফ্যাশন’ আজব শব্দ
ছুড়ি থেকে বুড়ি তাতেই জব্দ , সমাজও উন্মত্ত ।
কিংবদন্তী শরীর বড়ো শান্ত তবুও যৌন বৃতান্ত ,
আমদের পশ্চিমবঙ্গ , ভয় একদিন হবে নাতো উলঙ্গ !


অসহ্য মনে বড়ো ভয় , জানি শুরু হলে শেষ হয়
আর কতদিন বাবা-কাকা-দাদা থাকবে বোবা !
হল প্রতিবাদ , ফল দিদিকে বাঁচাতে গিয়ে ভাই
প্রাণে মারা যায় , দাদারা মৃত্যু শয্যায় ।


আবেগ শিহরিত নিশিত রাত্রি কুমারীর যন্ত্রণা
মৃত মেয়ের শয্যার পাশে মায়ের চোখের জল ।
স্বভাব কবির স্বভাব দোষে জাগবে কি
তোমার-আমার পুরুষত্বের দীপ্তি ???