(এক)


তুমুল হাততালি , কি হল ?
সবুজ সংকেত !
কেন লাল , কালো , হলুদ নয় কেন ?
রক্ত দেখেছ কি ভয়ংকর তেজ !
কালো ভারি জমকালো ,
হলুদটা পছন্দ হয় না যে ।
শুনেছি সবই নাকি আলোর দিশারি ,
তবে ভেদাভেদ কেন কি কারনে ??


         (দুই)


মহান দেশ জুড়ে আছে এক নীতি
তা হল মহারাজনীতি ।
রাজনীতিতে মন্ত্রী রাজা , রাজাই দেশের নেতা ।
নেতা হলে মিলবে মাল , আর মালের সাথে টাকা ।
তাই বুঝলে পদ্মভূষণ......
বিদঘুটে এক প্রশ্ন করি , পারলে দিও উত্তর ।


         (তিন)


গাড়ি চলে , ঘোড়া চলে
চলে ট্রাম ও ট্রেন
চলে সবই
তবে অচল চলে কই ??



( অন্তরঙ্গ বর্ণময় প্রিয় কবি বান্ধবেরা , সুশীল চিন্তার অধিকারী হবার স্বার্থে ও পদদলিত পত্রাঘাতের যথাযথ এবং পরিমার্জিত উত্তর দিতেই আমার এই লেখনী । )