'


সেদিন বিকেলে জ্বর এলো।
পড়ন্ত বেলা - ধীরে, একটু একটু করে দিগন্তের পরে এলিয়ে দিচ্ছে দিনের প্রদীপ ।
ম্লান থেকে ম্লানতর হচ্ছে।
দীপ্তি নিভে যাচ্ছে অন্ধকারের আলিঙ্গনে
ঢেউ'এর উপরে গোধূলি রেখা ক্ষীণ থেকে ক্ষীণতর।
ঠিকানা খোঁজে পরভৃত।
নিঃসঙ্গ বেলাভূমি -
কোথাও বাসযোগ্য নয়, জঘন্য পৃথিবী।
তবুও ধর্ষণে ধর্ষণে ফেনিয়ে ফেনিয়ে শুকনো কাতরতা জমাট বাঁধে হিমশৈল গগনে
দূর্ণিবার‌ ছিড়ে যাবার আকাঙ্ক্ষা।
বাধাহীন চঞ্চলতায় সোমরস অন্বেষণে দীর্ঘশ্বাস তোলে‌,
কোথাও বাতাস নেই
শুন্য দৃষ্টি যমুনার তীর খোঁজে‌ ভীষণ কাতরতায়।
এ সংকট আবর্তে জন্ম হয় প্রেমকণা
যেখানে সমস্ত ধার একত্রিত হয়
যেখানে সমস্ত তান ঐক্যতানময়।
ধ্রুপদ, শৃঙ্গার, মধুর সব ফোকাল তয়খানায় ।
তাকেই জাপ্টে ধরে কঠিনতর বন্ধনে
যেন  স্খলিত না হয়
রাত্রির কালো মেঘ নেমে আচ্ছন্ন করে হাজার লক্ষ বছরের স্মৃতিভূমি
সমন্বিত চিৎকার - কোথা যাও, শুনে যাও, নিয়ে
যাও, এ জঘন্য পৃথিবীতে এক মুহূর্ত নয়।
আলো নেই, প্রবাহ নেই, কেউ নেই, কিছু নেই।
ঘাম ঝরা জ্বরে শরীর শীতল হয়।