অন্বেষণ


ভালোবাসা!
সে কোন বস্তু?
কণ্ঠহার? না কি স্বর্ণ মঞ্জরি!
নইলে কি! শিউলি ফুলের মালা?
গন্ধ যার অন্তরে বসে! সুক্তি মধ্যে মুক্তা!
অদেখা, অস্পৃশ্য, অব্যয়? ভোরের সূর্যোদয়?
কপালে-চিবুকে ক্রীড়া শীল আঙ্গুল স্পর্শে শিহরণ? স্পর্শে, ঘর্ষে ঠিকরে পড়া স্ফুলিঙ্গ?
চারিদিক আলোকিত করা পরশমনি?
বিজ্ঞান কণার বিশুদ্ধতা, না কী ভার্চুয়াল?
সময়ের সাপেক্ষে জোনাকি-আলোর ক্রমবর্ধমান-দূরত্ব- সূত্রে নিশ্চিত প্রতীয়মান
ইন্টিগ্রাল ক‍্যালকুলেশনে লিমিট টেন্ডস টু জিরো! ডিফারেন্সিয়াল ক্যালকুলেসনে ডি-ওয়াই বাই ডি-এক্স সমান জিরো!
অপদার্থবিদগণ আপেলের ভর অন্বেষণে সিদ্ধান্তিত হয়...
উহা মাধ্যাকর্ষণের বিকর্ষণ সূত্রের ঊর্ধ্বগামী বায়োবীয়।
এত কিছুর পরেও থেমে থাকেনি সূত্র খোঁজা।
মনোবিদ রবিবাবুর  "এ কোন বনের হরিণ ছিল আমার মনে" -  দ্বিধান্বিত দর্শনে অমিতাচারী-লাবণ্য হীন বৈ-তো নয়।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ তত্ত্বে...
ভালোবাসার  প্রান্তিক উপযোগ শুণ‍্যই।
এতো কিছুর বিচারে ভালোবাসার আবাসভূমি
শূন‍্যে-মহাশূন্যে বিরাজমান হলেও...
এ যেন আইনস্টাইনের....
'ই সমান এমসি স্কোয়ার' তেই  নিহিত।