তোমার চোখে চোখ রাখলে
আবার আমার বুক কাঁপে,
বারংবার পিছিয়ে দু-পা মনে হয়
এই বুঝি নষ্ট হয়ে যাই।


তোমার হাতে হাত রাখলে
আবার অতীত স্মৃতি ঝরে,
বারংবার হাঁটতে গিয়ে মনে হয়
এই বুঝি নষ্ট হয়ে যাই।


ইচ্ছে করে তোমার চুলের একপাশেতে,
জোৎস্না হয়ে ঝরবো আমি রাতবিরেতে।
পায়ের চিহ্ন যেথায় পড়ে
সেথায় আমার আতর করে বাস,
চোখ ছলছল কাজল জেগে ওঠে
আমার চোখে তোমার উপহাস।


ইচ্ছে করে তোমার পায়ের নূপুর হই,
নাকছাবি আর মণিবন্ধন
কোমরবন্ধে পাঁচটা খেই।
তবু আমার মন মানে না,
পিছিয়ে দু-পা আবার ভাবি
এই বুঝি নষ্ট হয়ে যাই।