সাজানো সুন্দর ধরায়
মানুষের ভেদাভেদ, হানাহানি, রক্তারক্তি
সাধারণের অসহ্য না হলেও
প্রকৃতির ঠিক অ-কুলান হলো
মানুষকে এক করতে পারে নি করমর্দন,ধর্মের শুদ্ধতা
মন টলাতে পারে নি নিঃস্পাপ শিশুর নিথর দেহ
ভেদাভেদ দূর করতে পারে নি প্রাচুর্য
ক্ষুধা মেটাতে পারে নি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা
সুষম বন্টন হয়নি, শোষণের সমাজে
যুদ্ধের দেবতার পুজো হয়েছে,ওরা বুঝেই নি
যার রক্ত ঝডছে সে প্রকৃতির সন্তান
ওরা বুঝেই নি শান্তি বলে যে শব্দটা আছে ওটা শুধু কিছু মানুষের জন্যে না,ওটা সবার!
তাইতো প্রকৃতি আপন খেয়ালে মানবকে এক করতে
এক যুদ্ধের ঢাক দিলো,এক অদৃশ্য অস্রে
দূরে থেকেও এক হওয়া যায়, এক হতে হয়,অদৃশ্য আক্রমণ রোধে!
সামাজিক দূরত্বে ঐক্যবদ্ধ মানব আজ!
সাম্যাবস্থা আসুক! দূরত্ব ঘোচুক
মানুষ বুঝুক সবুজেরও থাকার অধিকার আছে!
সমান অধিকার!
অদৃশ্য শত্রু দৃশ্যত এক করুক আমাদের
বন্ধ হোক ধর্ম মাপকাঠি
সবাই সমান বাচার অধিকার পাক
স্বাভাবিক মৃত্যুর প্রতিশ্রুতি নিয়ে জন্ম নিক
মানব সন্তান!