বিমর্ষ বদন আর কালো মেঘের গর্জন
প্রবল ধারায় বহিছে শুধু দরদর বরিষন।
মরা নদী যেন আজি খরস্রোতা তান্ডব,
অভিসাপিনী ঢেউ আর দু"ধারের ভাঙ্গন।
দিক জোড়া মেঘ ভেলা ইলশেগুড়ি,
কদমো বনের শোভন কদম্ব কেতকী।
ফুটিছে টগর আর কলমী, কামিনী,
জেলে বধূর হাত রাঙ্গা কাঁচেরো চুড়ি।
বিষাদ কাননে একা আমি মধুলেহী,
অাধডোবা ভাঙ্গাতরী দাড় বাইয়া চলি।
গোধূলী গগন পটে সাত রংঙ্গা কালি,
সবে মিলে চলো মোরা রামধনু আঁকি।
দিনভর মেঘ আর পলে পলে গর্জন,
রিম-ঝিম ধারা তবু করেনাকো বর্জন।
পুলকিত ক্ষণপ্রভা, প্রবাহিত ধারা,
মায়া পাখি যেন আজি বাধন হারা।
অালোহীন বেলা শেষে বিভাবরী জন্ম,
নীড়হারা পাখী নীড় খোজে হয়ে হন্য।
অতঃপর একা আমি বিমর্ষ চিত্ত,
সুখ বুঝি আসিবেনা, সেতো খুব ধ্যুর্ত।
তবু আমি হইবো সামনে আগোয়ান,
মানিবোনা বাধা আর প্রবল বরিষন।
সুখপাখি ধরিয়া করিবো ক্রীতদাস,
সুখের সাথে অনন্তকাল করিবো বসবাস!!!