একটু একটু করে সাদাকালো হয়ে যাবে সব
ধ্রুবরেখা ভেদ করতে করতে
এক গভীর সঙ্গমে, ব্যাধিগ্রস্তদের মত
কয়েক যুগ,কয়েক শতাব্দী
অন্তত একটা জীবন .......
কেটে যাক।
যদিও পরবর্তী ছায়াপথে আমরা কখনই হাটিনি!


বরং আমরা,
মেলে ধরি নিজেদের,
খানিক দূরে দূরে থেকে
পরস্পর পরস্পরের সাথে
বিলি করি নিজস্ব বিজ্ঞাপন ।
তারপর অহল্যা নিদ্রা,তারপর হিমস্বপ্ন
তারপর দৃশ্যভঙ্গ..


-তারপর আর কোনো অতঃপর নেই।