এইতো গেল বছর তুমি সাধনহারা হয়েছিলে
ফুল,পাখি, শব্দ দিয়ে  বিশ্ববীণায় সুর তুলেছিলে
তোমার উচ্ছ্বাসে বদলে গিয়েছিল মুহূর্তের রঙ
মোমবাতি দিয়ে ভরিয়েছিলে এ ঘর, ও ঘর।


এবার একটু কম, বয়সের সীমানাটাই বাড়লো
মিহি সুরে এক একটা ঘর কেবল
শতাব্দীর রোদ কেড়ে নেয়
আর মাত্র কয়েক কিউবিক পরেই অশ্বত্থ শশ্মান ।