**
বীরাঙ্গনা, তোমার অস্ত্রবিদ্যার
তারিফ করতেই হয়,
প্রথম বাণেই বিদ্ধ করেছিলে হৃদয়পট
সহস্র তিমিরকুন্তলা শেষে
এখন অস্ত্রবিদ্যা আমার মুখস্থ । অথচ,
আমি জানি, উপেক্ষাবাণ দ্বিতীয়
বারের মত ঘায়েল করবে আমাকে।


**
বীরাঙ্গনা সাবধান -
আমি এখন ভাববাচ্যে আক্রমণ করবো।


**
যখন শ্রান্ত হবে, ম্লান বার্ধক্যহেতু
যখন
বিগত জীবন কল্পনা করবে,
দেখবে, অনন্ত যৌবন নিয়ে তোমার
দিকে
তাকিয়ে আছে,এক জোড়া নিন্দিত চোখ ।


**
প্রান্তদেশীয় হাওয়া,এবার পূর্ব দিক
নাও
ওদিকে এক বিদুষী প্রেমিকা থাকে,
সে তোমাকে শিখিয়ে দিবে
যাপনের এপিঠ-ওপিঠ।


**
অবিনাশী প্রেরণাস্থল অতর্কিতেই
জেগে উঠে,
উদ্বাস্তু স্রোতে ভেসে যেতে ক্ষতি
কি?
অলকানন্দা, ধীরে বও....
ধীরে ভাসি ।