প্রেমাশ্রুর স্রোতস্বিনী নদী নয়
চাই বিরহের অসাঢ় সমুদ্র
ধূর্ততার ফাঁদে পড়ে ভালবাসিনি
জড়ানো উচ্ছাসে  কৃপণতা! বোধ করিনি
তোমার অবহেলার খঞ্জনায়
সব ছেড়ে,বোধের উৎস হারাতে নেই কোনো মানা
যদি চাও,ভুলে যাবো
তলানি  পড়ে যাবো নিতল প্রচ্ছেদে
যদি সেখানেও অবজ্ঞিত হবার অভয় দাও
যদি কাঁপানো ঠোঁটে  উন্মোচন  করো উপেক্ষার রহস্য
স্বহাস্যে গ্রহণ করবো সহস্র বিষাদ
আমি কি ডরাই সখি,প্রেমযজ্ঞের দগ্ধ আবহে ?