হিরণ্যগর্ভ, তোমার  অতলে বিলাসীপনা ছিল
তাই বোধকার্য সব কারানন্দনে আরুঢ়
পৃথিবীর প্রথম সূর্য -শিশির খোঁচায়
মিরুজিন ময়দান হয়ে উঠে সজীব
বিষাদের মৃদু ঝংকার ছন্দ পেয়ে যায়


কদলিত শ্বেতশঙ্খে নীল মুক্তোগুলো
ম্লান তিমিরে স্নান করে অনবরত
কোথাও নক্ষত্র হয়ে পালাবদলে মত্ত সব
বিভাবরী  আকাশের অসীমতলে
আমার অষ্টপ্রহর  কেটে যায় ইহাদের ভীড়ে
প্রত্যুষে কে যেন ডাকে আমায়
চরাচরিত আদিম সভ্যতার ধুম্র বুনুনি  চিরে ।