নির্বিকার প্রেমতাপসী হয়ে বুঝতে পেরেছি যে
মহার্ঘ দিতে দেরি হয়ে গেছে
সুতনুকা হাওয়া এসে যখন সুপারিশ করলে
আমার ব্যাঞ্জনার কথা
বক্ষপালক খসে যাওয়ার অপঘাত
সহ্য করা তবে থেকেই ।


আলগোছে বহু অস্প্রভ শব্দ
সংকোচে গুটিয়ে নিয়েছে হাত
স্থূল প্রতাপে যেখানে ওদের অন্ত্যষ্টিসৎকার
সেখানেই নেমে আসে অবিশ্বাসের দীর্ঘরাত
আর যে বোধের মধ্যে কালোদের মহাপ্রকোপ
সন্ধিঃক্ষণ কে সাক্ষী রেখে
আমি ফিরে চলি প্রয়াত বিরহীদের দলে ।।