খসে পড়া নক্ষত্রটির পানে চেয়ে
দুর পৃথিবীর সমারুঢ় প্রাণের স্রোতে
অধিযুগান্তরে কত কবিতা রচে গেল যুবকের দল
বিদীর্ণতার ঘোরে ঘোরে নির্দ্বিধায়
হিমাশ্রিত আভায় জড়িয়ে নিল
জরাজীর্ণ বেদনাকে ।।
তবু বাহুভরে ঐশ্বর্য ঢেলে দিল ইহাদের আঁচলে
পৃথিবীর প্রাচীন মমির মতন যেন
প্রেয়সীরা বিকলিত মাধুর্যে
অযথার গর্বে অস্ফূটে দাড়িয়ে আছে ।।


তবু আহা,যুবকের দল এদের প্রতীমা ভেবে ভুল করে
আবার শূন্যের পাথেয় আধারে মিশে যাওয়া
নক্ষত্রটির পানে চেয়ে