আহা লাবণ্যলতা,
তুমি অতিদুর ক্লান্ত ক্ষুধা নিয়ে চেয়ে আছো
প্রস্তর অন্ধকার তোমাকে লুকোতে পারেনি
তোমাকে আমি অনুভব করতে পারি


তোমার এই চেয়ে থাকাটাই
আমার অধি জনমের হেতু ছিল
তুমি পিয়ে নিয়েছিলে  আমার সর্বস্ব গরিমা
অলীক চিত্রামন্ডলের আবেশে
শত ধূসর  নীলাভ বোধচক্রে দলিত হই
অস্প্রভ অতীত রোমন্থনে ।।
কিন্তু, আজ তোমার চোখে আর ক্ষুধা নেই
তাই,আমি একবার জন্মেছিলাম
অথচ বারবার নিরলস মৃত্যুতে পতিত হই  ।।।।