আমি যাচ্ছি, তোমরা এসো
আমি যাচ্ছি ঐ আমকাষ্ঠের বিছানায় শয়ন করতে
এ ধরায় ঐ একটি  রাস্তাই অনিবার্য
জন্মের আগে ঠিক যেখানটায় ছিলাম
আমি যাচ্ছি  নির্বাসনের ঐ পথ ধরে
অনলের আঁচে আঙ্গার হব বলে ।
পোড়া ধূপের গন্ধে শুদ্ধ হয়ে
সেখানেই তোমাদের অপেক্ষা  করব
তোমরা এসো, আমি যাচ্ছি কবোষ্ণ আয়েশ গ্রহণ করতে ।।