ইদানীং  শীতকে বড়ই  প্যারানরমাল  লাগে
সমস্ত ওমগান ভূলে গেছে
বিষণ্ণতার কালো সুর
প্রকাশের গর্ব নিয়ে আর
উড়াউড়ি করে না জোনাকির দল
নিসর্গ যেখানে হিম আস্তরণে ঢাকা
কুয়াশা  নিয়ে ঝিঝি পোকাদের
বক্তব্যও শোনা যায় না
নিস্প্রভ স্তব্ধতা  নিয়ে আসে ফল
নিরুত্তাপ,নির্বাক  কলোরব


বস্তুবাদের  ঘাসবন পেরুতেই দেখি এক বিবর্ণ  রাক্ষুসী
হাতে জলন্ত গোলাপ  নিয়ে আসছে আমার দিকে
কদাচিৎ  প্রেম নিবেদন  করতে
নয়তো  প্রেম ছিনিয়ে নিতে
প্রতিমূহূর্তে আমি ভাস্কর হয়ে পড়ি
অথচ,অবয়ব গড়তে জানি না তার ।